Birbhum

May 17 2023, 12:26

*!! নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বীরভূমের দুবরাজপুরে "জেলা যুব উৎসব" অনুষ্ঠিত হচ্ছে আগামী ২১ মে !!*


সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জেলার যুবক- যুবতীদের প্রগতিশীল ভাবনাকে উৎসাহিত করতে এবং তাদের মেধা অন্বেষণের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে "বীরভূম জেলা যুব উৎসব - ২০২৩"। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশক্রমে,নেহেরু যুব কেন্দ্র: বীরভূম এর উদ্যোগে একদিনের এই যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে আগামী ২১ মে, রবিবার। দুবরাজপুর মাদৃক সংঘ ক্লাব ও শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ এর ব্যবস্থাপনায় বিদ্যাপীঠের সভামঞ্চে অনুষ্ঠিত হবে বীরভূম জেলা স্তরীয় এই প্রতিযোগিতা মূলক যুব উৎসব।

অঙ্কন,মোবাইলে ফোটো সুট,স্বরচিত কবিতা লেখা,বক্তৃতা (হিন্দি/ ইংরেজি ভাষায়) এবং লোকনৃত্য (গ্রুপ) এই পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস। অংশগ্রহন কারী প্রতিযোগীদের বয়স ১৫-২৯ বছর এবং অবশ্যই বীরভূম জেলার বাসিন্দা হতে হবে বলে এক সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।

বক্তৃতা,স্বরচিত কবিতা লেখা,ফোটো শুট ও অঙ্কন প্রতিযোগিতার থিম (বিষয়বস্তু)- রাখা হয়েছে "পাঁচ প্রাণ"। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও সেইসঙ্গে দেওয়া হবে সরকারি শংসাপত্র। সরকারি উল্লিখিত সুচি অনুযায়ী স্থানাধিকারী প্রতিযোগীরা আগামীদিনে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।নিন্মলিখিত লিঙ্কে আবেদন করা যাবে-https://docs.google.com/forms/d/1EVEcV5tEweKI7PFa80fjc66hjH17czM2UDFxZV7pqlg

Birbhum

May 16 2023, 19:14

*ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা*


বীরভূম:- ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের রামপুরহাট শাখার তরফ থেকে আজ মঙ্গলবার রামপুরহাট স্টেশনে ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী এ পি দ্বিবেদী র নিকট রেল কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।মূল দাবি হিসেবে তুলে ধরা হয় যে, ৫৩৪১৭ আপ এবং ৫৩৪১৮ ডাউন বর্ধমান- মালদা টাউন প্যাসেঞ্জার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।যারফলে এখানকার রেল কর্মচারীদের সময়মতো যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।তাই উক্ত ট্রেনটি পুনরায় চালু করা।

রামপুরহাট থেকে দুমকা লাইনে একটি ট্রেন চালুর দাবি করা হয়।যদিও একটি ট্রেন এই লাইনে চলে কিন্তু ঐ এলাকায় রেল কর্মচারীদের যাতায়াতের সমস্যা দেখা যাচ্ছে।তৃতীয়ত বোলপুরে একটি কমিউনিটি হলের প্রয়োজন।রেল কর্মচারীদের মিটিং সহ বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন বলে এদিন স্মারকলিপির মাধ্যমে জেনারেল ম্যানেজার এর নিকট তুলে ধরেন সংগঠনের নেতৃত্বগন।এদিন স্মারকলিপি প্রদান করেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সহকারী সাধারণ সম্পাদক তথা বীরভূম জেলা আইএনটিইউসি র কার্যকরী সভাপতি পুলক রায়, সম্পাদক সঞ্জীব শেখর, সহ সভাপতি শেখ শামুউদ্দিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Birbhum

May 16 2023, 19:09

*সমাজ সচেতনতায় মানবিক দৃষ্টান্ত মাড়গ্রাম ওসি র*


বীরভূম:- খাঁকি উর্দি পোশাক পরিহিত পুলিশের কাছে থেকে বহু যোজন দূরে থাকতে অভ্যস্ত সাধারণ মানুষ।সেই ভয়ভীতি দূরে সরিয়ে পুলিশের আন্তরিকতার বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় আজ মিলেমিশে একাকার।সম্প্রতি পেরিয়ে আসা অতিমহামারি করোনা কালে পুলিশের জীবন যুদ্ধের লড়াই।তথা জানপ্রান,পরিবার পরিজন বিসর্জন দিয়ে করোনার লড়াইয়ে মানুষের পাশে দাড়াতে বিভিন্ন ভূমিকার কথা আজও স্মরণীয়।পুলিশের শুধু আইনী রক্ষা করা,করোনার যুদ্ধে লড়াই নয় এবার কুসংস্কারের বিরুদ্ধে ও রুখে দাঁড়াতে দেখা গেলো মাড়গ্রাম থানার ওসিকে।বিবরণে জানা যায় গত রাত্রে রাস্তায় পেট্রোলিং ডিউটি করছিলেন মাড়গ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম। সেই মুহূর্তে দেখেন একটি বাইকে তিনজন চেপে যাচ্ছিলেন।

একজনের হাতে পর পর কয়েকটি বাঁধন রয়েছে। ওসির সন্দেহ হওয়ায় তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে,হাতে পর পর বাঁধান দেওয়া ব্যাক্তিকে সাপে কামড়েছে, যার জন্য তারা স্থানীয় ওঝার কাছে নিয়ে যাচ্ছে।সেই কথা শোনা মাত্র ডিউটি অবস্থায় তাদেরকে পুলিশের গাড়িতেই চাপিয়ে সরাসরি রামপুরহাট হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তির ব্যবস্থা করেন।ওঝার কাছে না নিয়ে যাওয়া এবং কুসংস্কারের কথাগুলি তাদের বুঝিয়ে বলেন।

বর্তমানে ওই ব্যক্তি রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।ওসির বক্তব্য কুসংস্কারের বশীভূত হয়ে হয়তো একটা প্রান অঝোরে ঝড়ে যেত। তাই ঝুঁকি নিয়েই তাদের বুঝিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।কুসংস্কার দূরীকরণে এটি একটি বড় পদক্ষেপ বলে সমাজ সচেতন নাগরিকদের অভিমত।

Birbhum

May 16 2023, 17:53

* থানায় ওসির কাছে ডেপুটেশন জমা বিজেপি*


বীরভূম:-দিকে দিকে সাধারণ মানুষের স্বাধীনতা লুঠ, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো, চুরি দুর্নীতি ও শাসক দলের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির ডাকে বীরভূমের কাঁকড়তলা থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন থানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় কর্মী সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব কাঁকরতলা থানার ওসির উদ্দেশ্যে বলেন যে,আপনাকে জাগাতে এসেছি, যদি না জাগেন আমরা জানি আপনাকে কোন ইনজেকশনে জাগাতে হয়।

অনেক অনেক পুলিশের কর্তারা, আধিকারিকেরা দিল্লি ছুটছে, ট্রেনে ডেইলি প্যাসেঞ্জারি করছে।আর ইডি ডাকছে, সিবিআই ডাকছে। সরকারি খাঁকি পোশাক পড়ে মেরুদন্ড বিক্রি করবেন না।কয়লার কালি লাগলে, কালি মুছতে দিল্লি ছুটতে হবে। সময় এসেছে আপনাদের মানসিক পরিবর্তনের। আপনি মানসিকভাবে পরিবর্তন হন, চেতাবনি দেওয়া হলো বলে কাঁকরতলা থানার ওসি শামিম খানকে হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। এছাড়াও বলেন কাঁকরতলা থানা এলাকা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।সেই সমস্ত সম্পদ শাসকদলের মদতে দেদার লুট হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন নিশ্চুপ। এছাড়া এই এলাকা থেকে গরু পাচারের ও অভিযোগ তোলেন। তাছাড়া কাঁকরতলা থানার ওসি শামীম খান খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারীর বাড়িতে গিয়ে হোলি উৎসবে মেতে ওঠেন, যার ছবি পর্যন্ত তাদের হাতে রয়েছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। এই প্রেক্ষিতে ওসি কে সরাসরি তৃনমূল কংগ্রেসের ঝান্ডা ধরার কথা বলে কটাক্ষ করেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সর্ব ভারতীয় যুব মোর্চার সহ সভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রব সাহা, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর গড়াই ও টুটুন নন্দী, সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, দুই মণ্ডল সভাপতি গনেশ ঘোষ ও রথিলাল সিংহ সহ ভারতীয় জনতা পাটির কর্মী সমর্থকরা।

Birbhum

May 16 2023, 14:31

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত দুই শ্রমিকের ক্ষতি পূরণের দাবি সিউড়িতে


বীরভূম:- গত রবিবার সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে ১১ হাজার ভোল্টেজের ঝুলে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই-এর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে সিউড়ি রিজিওনাল ম্যানেজারের নিকট বিদ্যুৎ গ্রাহক সমিতি ABECA'র পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

বিদ্যুৎ দপ্তরের অবহেলার জন্য দায়ী আধিকারিকের কঠোর শাস্তি ও মৃতদের ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন এলাকায় থাকা বিপদজনক বিদ্যুৎ সংযোগ অবিলম্বে মেরামত করার দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

Birbhum

May 15 2023, 15:05

চারটি শ্রমিক সংগঠন জোটবদ্ধ ভাবে ডেপুটেশন দিল মুরারই বিডিও র কাছে


বীরভূম:- আজ সোমবার আই এন টি ইউ সি, সিটু, টি ইউ সি সি, ইউ টি ইউ সি নামক ৪টি শ্রমিক ইউনিয়ন এর প্রতিনিধিগণ জোটবদ্ধ ভাবে মূরারই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট লিখিতভাবে স্মারক পত্র জমা দিলেন।উল্লেখ্য গত ২০ মার্চ রাজ গ্রাম পাথর শিল্প এলাকার উক্ত চারটি লোডিং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছিলেন।কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান তো হয়নি উপরন্তু সমস্যা জটিলতা আকার ধারণ করেছে বলে লিখিত আকারে এদিন সংগঠনের পক্ষ থেকে যৌথ ভাবে অভিযোগ জানানো হয় মুরারই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট বলে সংগঠন সূত্রে জানা যায়।

পাশাপাশি মুরারই থানায় ও বিডিও কে দেওয়া স্মারক লিপির প্রতিলিপি জমা দেওয়া হয়।এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আই এন টি ইউ সি সভাপতি মৃণাল কান্তি বসু, সিটু নেতা দুকরী রাজ বংশী, টি ইউ সি সি জেলা সভাপতি দীপক চ্যাটার্জী, ইউ টি ইউ সি জেলা নেতা বাঞ্ছারাম মাল সহ ইউনিয়নের অন্যান্য কর্মকর্তাগণ ও অংশগ্রহণ করেন। দাবীগুলি অতি সত্তর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, বিডিও আশ্বাস দেন বলে সংগঠনের দাবি।

Birbhum

May 14 2023, 17:37

*কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের পরিপ্রেক্ষিতে রাজনগরে বিজয় মিছিল কংগ্রেসের*


বীরভূম:- কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জাতীয় কংগ্রেস জয়ী হয়ে একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে। নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই সেই চিত্র স্পষ্ট হয়ে ওঠে। কর্নাটকে কংগ্রেসের জয়লাভের পরিপ্রেক্ষিতে রাজ্যের কংগ্রেস নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে।শনিবার সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন স্থানে শুরু হয়ে যায় সবুজ আবীর খেলা, মিষ্টি মুখ করানো সেইসাথে চলে বিজয় মিছিল।জাতীয় কংগ্রেসের সাথে সিপিআইএম দলের কর্মীরাও বিজয় মিছিলে যোগদান করে এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের অটুট বার্তা ছড়িয়ে দেয় এদিনের বিজয় মিছিল থেকে।

বীরভূমের রাজনগর, সিউড়ি,মুরারই,নলহাটি সহ বিভিন্ন স্থানে বিজয় মিছিলের চিত্র দেখা যায়।অনুরূপ রাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি বিজয় মিছিল বের হয়ে স্থানীয় রাজনগর বাসস্ট্যান্ড, বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস, জেলা কমিটির সদস্য শেখ সরীদ, অঞ্চল সভাপতি বিবেক বাউরি, অঞ্চল সম্পাদক মহ সালেম, যুব সভাপতি শেখ নাসিম প্রমুখ।একান্ত সাক্ষাৎকারে রাজনগর ব্লক কংগ্রেসের সভাপতি বুদ্ধদেব দাস কর্নাটক বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের জয়ের পরিপ্রেক্ষিতে এই বিজয় মিছিল বলে জানান।

Birbhum

May 14 2023, 17:21

*বিদ্যুৎপৃষ্ট হওয়া মৃতদেহ দুটি তুলতে এলে পুলিশকে তাড়া এলাকাবাসীদের*


বীরভূম:- ১১ হাজার ভোল্টের সংস্পর্শে তড়িদাহত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হল রবিবার বীরভূম জেলার সদাইপুর থানার রেঙ্গুনী গ্রামে।খবর পেয়ে স্থানীয় সদাইপুর থানার পুলিশ মৃতদেহ দুটি তুলতে এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় এমনকি পুলিশকে তাড়া করে বের করে দেয় এলাকাবাসীরা। জানা যায়, রবিবার সকাল দশটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধান কাটার মেশিনের সঙ্গে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে তড়িদাহত হয়েই মৃত্যু হয় ঐ দুই যুবকের।সম্পর্কে তাঁরা দু ভাই। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে চাঞ্চল্য ছড়ায়।

মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতদের এক আত্মীয় মনীশ তোমর জানান, উত্তর প্রদেশের মথুরা জেলার কশিকালান ফালিন গ্ৰামের বিষ্ণু তানওয়ার (২২), বিকাশ তানওয়ার (২৪) নামে দুই ভাই ধান কাটার মেশিন নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল ধান কাটার কাজে। আজ সকাল দশটা নাগাদ ধান কাটার গাড়ি নিয়ে যশপুর গ্ৰাম পঞ্চায়তের ছানুচ গ্ৰাম থেকে ধান কাটার পর সদাইপুর থানার রেঙ্গুনী গ্ৰামের পথে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার গাড়ির সাথে লেগে যাওয়ায় এই দুর্ঘটনা। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।খবর পেয়ে ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে এলাকা ছাড়া করে। এলাকাবাসীদের দাবি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা যতক্ষণ পর্যন্ত সরজমিনে না আসছে ততক্ষণ পর্যন্ত দেহ ছাড়া যাবে না। তাদের অভিযোগ, ১১ হাজার ভোল্টের তার অনেকটা নীচে ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। তাই এই বিষয়টা বিদ্যুত দপ্তরের আধিকারিককে বহুবার জানিয়েছি তবুও সুরাহা হইনি। অবশেষে গ্রামবাসীদের প্রচেষ্টায় মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে সূত্রের খবর।

Birbhum

May 14 2023, 11:33

*ভ্রাম্যমাণ বাসে সন্ধ্যা কালীন রক্তদান শিবির*


 বীরভূম:-১৩ মে শনিবার রাজনগর ব্লকের তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির উদ্যোগে এই প্রথমবার শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসে সন্ধ্যা কালীন রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।জেলার ব্লাড ব্যাংক গুলিতে দেখা দিয়েছে রক্তের ঘাটতি।বিশেষ করে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণের লক্ষ্যে খোদ বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি আড়ি বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন।

পাশাপাশি জেলা পুলিশের কাছেও থানায় থানায় রক্তদান শিবির করানোর আহ্বান জানাতে পুলিশ প্রশাসনের সাথে একপ্রস্থ আলোচনাও সারেন।সেইসাথে রক্তদান আন্দোলনের কর্মীদের মধ্যেও উৎসাহ প্রদান করতে তৃনমূল স্তরের রক্তদান শিবিরে গিয়ে হাজির হতে দেখা যায়।অনুরূপ এদিন তাঁতিপাড়া সন্ধ্যা কালীন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি।এছাড়াও ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক,সহ সম্পাদক প্রিয়নীল পাল,রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির সম্পাদক

জগন্নাথ দাস বৈষ্ণব এবং সভাপতি সূর্য শেখর পাল এক সাক্ষাৎকারে বলেন জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূরীকরণের লক্ষ্যে সংগঠনের এক ক্ষুদ্র প্রয়াশ।রক্তদান করার লক্ষ্যে সকল স্তরের মানুষজন এবং সংগঠনগত ভাবে যেন এগিয়ে আসে তারও প্রচার কর্মসূচি চালানো হয়। এদিন শিবিরে ৩৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন দয়াময় সেন।

Birbhum

May 12 2023, 19:17

*রাজনগর গ্রামীণ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত*


বীরভূম:- আজ আন্তর্জাতিক নার্স দিবস ।এই উপলক্ষে বীরভূমের রাজনগর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হলো। আধুনিক নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিংগেল এর জন্মদিনটিকে স্মরণ করে এই দিনটি পালন করা হলো।

এই উপলক্ষে ফ্লোরেন্স নাইটিংগেল এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে এবং কেক কেটে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজনগর গ্রামীণ হাসপাতালের ব্লক একাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি সহ হাসপাতালের নার্সগন সহ অন্যান্য কর্মীরা।